About us

Project Kits BD বাংলাদেশের সবচেয়ে বড় রোবোটিক্স ও ইলেকট্রনিক্স প্রজেক্ট শপ। আমরা শিক্ষার্থী, গবেষক, শখের প্রজেক্ট নির্মাতা এবং পেশাজীবীদের জন্য উচ্চমানের প্রজেক্ট পার্টস, রোবোটিক্স কিট, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, IoT ডিভাইস, সেন্সর ও ল্যাব সরঞ্জাম সরবরাহ করে আসছি।

কেন আমাদের বেছে নেবেন:

  • বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট কিট কালেকশন

  • সাশ্রয়ী হোলসেল মূল্য

  • এক্সপার্ট টেকনিক্যাল সাপোর্ট

  • শিক্ষার্থী, শিক্ষক ও প্রফেশনালদের আস্থার প্রতীক

আমাদের লক্ষ্য : প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করা এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনে অনুপ্রাণিত করা।

🚀 আপনি হোন একজন নতুন শিক্ষার্থী অথবা একজন অ্যাডভান্সড লার্নার— Project Kits BD সবসময় আপনার পাশে।


আমাদের লোকেশন ঃ 

১০৯৫/১, ফাতেমা কটেজ, পূর্ব মনিপুর, (কাঠাল তলা পানির পাম্প, গরুর খামার) মিরপুর ২, ঢাকা-১২১৬।


যদি মিরপুর ২ এ নামেন তবে, মিরপুর শপিং সেন্টার এর সাইডে থেকে হেটে আসলে ৭/১০ মিনিট সময় লাগবে। রিক্সায় আসলে ম্যাক্সিমাম ৩০ টাকা ভাড়া নিবে। 


আর যদি মিরপুর ১০ এ নামেন সেখান থেকেও রিক্সা ভাড়া ৩০ টাকা । হেটে আসলে ৭/১০ মিনিট সময় লাগবে। মিরপুর ১০ থেকে ফলপট্টী গলি দিয়ে ঢুকতে পারেন। অথবা বাউন্ডারি রোড দিয়েও ঢুকতে পারেন।


গুগল লোকেশন দেখে সহজে চলে আসতে পারবেন।

https://maps.app.goo.gl/iWL4TzH5tGp6z2nP8